বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারকে উপহার দিয়েছেন নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্টা।
বৃহস্পতিবার নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে এ উপহার তুলে দেওয়া হয়। বিচারপতি নাইমা হায়দারের পক্ষে উপহার গ্রহণ করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির(বিমস) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী।
নেপাল সুপ্রিম কোর্ট বার ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) উদ্যোগে কাঠমুন্ডুতে আন্তর্জাতিক মেডিয়েশন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিচারপতি নাইমা হায়দার। কিন্তু একই সময়ে বাংলাদেশে ভারতের প্রধান বিচারপতি সফরে থাকায় তিনি আসতে পারেননি।
পরে শুক্রবার সকালে আন্তর্জাতিক মেডিয়েশন সম্মেলনে বিচারপতি নাইমা হায়দারের বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ থেকে আগত অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট শ্যানন দুগার।
লিখিত বক্তব্য বিচারপতি নাইমা হায়দার বলেন, বাংলাদেশের বিভিন্ন আইনে মেডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট কয়েকটি সার্কুলারের মাধ্যমে অনেক মামলার ক্ষেত্রে মেডিয়েশন বাধ্যতামূলক করেছে। তিনি বাংলাদেশে মেডিয়েশন আন্দোলন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিমসের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন। বিচারপতি নাইমা হায়দার নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের সফলতা কামনা করেন।