Search

এই বিভাগের আরো খবর

বিএনপি ইফতার পার্টি খায় আর আ.লীগের গিবত গায় : শেখ হাসিনা

দেশপ্রান্তর:

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগের গিবত গায়। আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘আমি আহ্বান করেছিলাম, কোনো ইফতার পার্টি নয়।

আমরা সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করব। আমি ধন্যবাদ জানাই, আমাদের নেতাকর্মীদের তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই কভিড-১৯-এর মতো। সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও সহযাগী সংগঠন ইফতার বিলি করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) কাউকে ইফতার দেয় না। ইফতার পার্টিতে খায়। আল্লাহ রাসুলের নাম নিয়ে ইফতার পার্টিতে খায় আর আওয়ামী লীগের গিবত গায়।’

সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগের অপরাধ কী? এই দেশ স্বাধীন করেছে, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এটা অপরাধ? দেশটাকে উন্নত করছে এটা অপরাধ?’

আওয়ামী লীগ সভাপতি বলেন, এক সময় দেশের মানুষ ভাতের মাড় খেত।

লবণ দিয়ে ভাতের মাড় খেতেও মানুষকে হিমশিম খেতে হতো। কিন্তু আওয়ামী লীগের আমলে ভাতের কষ্ট মানুষের নাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »