Search

এই বিভাগের আরো খবর

হঠাৎ বৃষ্টিতে মাথায় হাত ভাটা মালিকদের

দেশপ্রান্তর:

আকস্মিক বৃষ্টিতে নরসিংদীর মনোহরদীতে ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ ভাটার কাঁচা ইট পানিতে ভিজে কাদা হয়ে গেছে। শনিবার রাতে থেমে থেমে এ বৃষ্টি চলে।

জানা যায়, উপজেলায় ৩০টি ইটভাটা রয়েছে। প্রতিটি ভাটায় সারি সারি সাজানো ইটগুলো পোড়ানোর কথা ছিলো কদিন পরেই। হঠাৎ বৃষ্টিতে ভেস্তে যায় সব। মনোহরদীতে ৩০টি ভাটায় তৈরি লাখ লাখ ইট গলে কাদা হয়ে গেছে। যাতে মালিকদের ক্ষতি প্রায় ৪ কোটি টাকা।

লাখ লাখ কাঁচা ইট গলে যাওয়ায় কীভাবে এই ক্ষতি কাটিয়ে ওঠবেন সে চিন্তায় ভাটার মালিকরা দিশেহারা।

উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ফাহাদ ব্রিকসের মালিক আবুল কালাম আজাদ ফরিদ জানান, বৃষ্টির কারণে উপজেলার ৩০টি ইটভাটায় প্রস্তুতকৃত লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। অনেকেই বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ভাটার ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু মৌসুমের শুরুতে এমন বড় ধরনের বৃষ্টির ধাক্কায় এখন তারা দিশেহারা।

মেসার্স সাগরদী ব্রিকসের মালিক বাবুল জানান, এমনিতেই এবার ইটের দাম কম। তার ওপর বৃষ্টিতে ভাটার এমন ক্ষতি। ব্যবসা টিকিয়ে রাখাটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ইট তৈরির কাজে নিয়োজিত শ্রমিক লিয়াকত ও আগুন মিস্ত্রি নুরুল ইসলাম জানান, বৃষ্টির ফলে কয়েক দিন আমরা কাজ করতে পারব না। এতে আমাদের সংসার চালানোই কঠিন হয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »