ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে গতকাল শুক্রবার সমন পাঠিয়েছেন একটি আদালত। গত বছর কর্ণাটক রাজ্যে বিধানসভার নির্বাচনী প্রচারের সময় তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তুলে কংগ্রেস।
এই ঘটনায় রাহুল, সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের বিরুদ্ধে সংসদ সদস্য-বিধায়ক বিশেষ আদালতে মামলা করেছিলেন বিনোদ কুমার নামের এক আইনজীবী। তাঁর অভিযোগ ছিল, কংগ্রেস মিথ্যা অভিযোগ তুলে প্রচার করেছে।
ওই মামলায়ই রাহুলসহ কংগ্রেসের তিন নেতাকে তলব করেন সংসদ সদস্য-বিধায়ক বিশেষ আদালত। আগামী ২৮ মার্চ তিনজনকেই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা