| দেশ প্রান্তর

Search

এই বিভাগের আরো খবর

সবাই মিলেমিশেই একটা ভালো কাজ করা যায়: নায়ক বাপ্পারাজ

দেশপ্রান্তর:

রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে মার্কেট স্বত্বাধিকারী চলচ্চিত্র অভিনেতা নায়ক রেজাউল করিম (বাপ্পারাজ) বলেছেন, মার্কেটের পরিবেশ সুন্দর রেখে মানুষের চাহিদা অনুযায়ী সুন্দর প্রোডাক্ট তুললেই ক্রেতা সমাগম মার্কেটে ছুটে আসবে। মোট কথা- মার্কেটের ব্যবসায়ী এবং মালিক পক্ষ সবাই মিলে মিশে কাজ করতে হবে। আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না, সবাই মিলেমিশে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সবার মনে স্বদিচ্ছা থাকতে হবে,আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা সবাই মিলেমিশেই একটা ভালো কাজ করতে পারবো।

আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টর ইস্টিকুটুম কমিউনিটি সেন্টারে রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে বাপ্পারাজ এসব কথা বলেন।

মার্কেট স্বত্বাধিকারী চলচ্চিত্র অভিনেতা নায়ক রেজাউল করিম (বাপ্পারাজ) ও মার্কেট ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির সভাপতি দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার এ সময় ব্যবসায়ীদের বক্তব্যের জবাবে তারা মার্কেটের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

রাজলক্ষ্মী কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরা জোন দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজলক্ষ্মী কমপ্লেক্স এর স্বত্বাধিকারী চলচ্চিত্র অভিনেতা নায়ক খালিদ হোসেন (সম্রাট)।

রাজলক্ষ্মী কমপ্লেক্স এর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেদ মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ফোয়াদ এর সঞ্চালনায় মার্কেট উন্নয়নমূলক কার্যক্রমে ব্যবসায়ীগন তাদের বক্তব্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »