ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে শরীয়তপুর জেলা বিএনপি ও যুবদল। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শরীয়তপুর পৌরসভার পাকার মাথা থেকে বিশাল একটি রেলী নিয়ে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এসে রিলিটি শেষ হয়। পরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের সভাপত্বিতে উপস্থিত বক্তব্য রাখেন, শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, জেলা যুবদলের সভাপতি আরিফউজ্জামান মোল্লা, জেলা কৃষক দলের সভাপতি বি এম হারুন অর রশিদ, জেলা বিএনপি মহিলা দলের আহ্বায়ক আসমাউল হুসনা, সদর উপজেলা মহিলা দলের নেত্রী হালিমা রহমান, জেলা যুবদলের অন্যতম নেতা এ্যাড: মৃধা নজরুল কবির, আরাফাত রহমান কোকো পরিষদের জেলা সভাপতি এ্যাড: লোকমান হোসেন, জেলা যুবদলের নেতা এ্যাড: মিজান,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মোল্লা সহ, জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেত্রী বিন্দু উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, ‘আওয়ামীলীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট তৃতীয়বারের মতো এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি।’ বক্তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান।