| দেশ প্রান্তর

Search

এই বিভাগের আরো খবর

ফোনে থাকা পুরোনো ছবির তথ্য দেবে গুগল

দেশপ্রান্তর:

আপনি কোথায় কোন ছবি তুলেছেন, তা কয়েক মাস পরে আর মনেই থাকে না। কোন জায়গায় কোন ছবিটা তুলেছেন, তা মনে করতেই অনেক সময় চলে যায়। তবে এই সমস্যার সমাধান দেবে গুগল ফটোসের একটি দুর্দান্ত ফিচার। যার নাম ম্যাপ টাইমলাইন।

প্রথমে আপনাকে গুগল ফটোসের সার্চ ট্যাবে যেতে হবে। সেখানেই একটি নতুন পপ-আপ দেখতে পাবেন। এর সাহায্যে ক্যামেরা লোকেশনে জিপিএস জানা যাবে। অর্থাৎ ছবিটি কখন কোথায় তোলা হয়েছে সেই তথ্য জানতে পারবেন আপনি। এক্ষেত্রে আপনার ফোনের স্মার্টফোনের লোকেশন সেটিংস অন রাখতে হবে।

সেই সঙ্গে ছবি তুলে গুগল ফটোসে সেভ করতে হবে। এরপরেই ক্যামেরার লোকেশন জিপিএস ট্র্যাক করা সম্ভব হবে এবং ছবির তোলার নির্দিষ্ট জায়গা সম্পর্কে জানতে পারবেন আপনি। যখনই আপনি গুগল ফটোসে ছবিটা খুলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে সেই জায়গার নাম দেখিয়ে দেবে।

এবার প্রশ্ন আসতেই পারে, এই ফিচার কারা কারা পাবে? অ্যানড্রয়েড ব্যবহারকারী বা আইওএস সবই এই ফিচার পাবেন। ইউজাররা গুগল ফটোজ অ্যাপের লেটেস্ট ভারসান ব্যবহার করলেই এই নতুন ফিচারের সুবিধা পাবেন।

ফলে গুগল ফটোজের মেমোরিতে আসা ছবির স্লাইড শোর ক্ষেত্রেও কোথায় গিয়ে ছবি তুলেছিলেন সেটাও জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »