Search

এই বিভাগের আরো খবর

নির্বাচন নয়, অন্য কিছু নিয়ে ব্যস্ত ওমর সানী ও মৌসুমী

দেশপ্রান্তর:

ঢালিউড অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য তিনি এখন ওই দেশটিতে। তার স্বামী ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কোনো ভাবনা নেই, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই প্রধান কাজ। মেয়ের লেখাপড়ার জন্য এ বছরটা মৌসুমী আমেরিকায় থাকবে।

শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কবে দেশে ফিরছেন এই নায়িকা? এমন প্রশ্ন মৌসুমী-অনুরাগী অনেকের। উত্তরে ওমর সানী বলেন, ‘মূলত আমাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছরটা মৌসুমীকে আমেরিকায় থাকতে হবে। এ বছরের শেষের দিকে দেশে ফিরবে মৌসুমী।’

এদিকে মৌসুমীকে নিয়ে ছড়িয়েছে নতুন কানাঘুষা। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নিপুণের প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। এমন গুঞ্জন উড়িয়ে দিলেন ওমর সানী। তিনি বলেন, ‘যারা প্যানেল সাজাবেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দয়া করে তারা কেউ আমাকে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে অনুরোধ করবেন না। কারণ ভালো সিনেমা দিয়ে জীবনে মানুষের যতটুকু ভালোবাসা আমরা পেয়েছি, এ নির্বাচন করে সেই ভালোবাসা হারাতে চাই না। নির্বাচনে দাঁড়ানোর মতো ইচ্ছা আমার ফ্যামিলির কারও নেই।’

নব্বই দশকের নিজের উদাহরণ টেনে ওমর সানী বলেন, আমরা যখন সিনেমা করতাম ১২ মাসে ১২ ছবি দিয়ে খেলতাম। কিন্তু এখন খেলাটা ঈদকেন্দ্রিক হয়ে গেছে।

এই অভিনেতা বলেন, ‘আমি মনে করি ঈদের বাইরে বছরজুড়ে একমাত্র খেলার প্লেয়ার আছে একজন। সে হচ্ছেন শাকিব খান। সে যেভাবে খেলছে খেলতে থাকুক। চাপাবাজি না করে শাকিব কাজ করে দেখাচ্ছে। তাই ওকে সাহস করে এ উদ্যোগ নিতে হবে। আমি তাকে বলব দুই মাস পর হলে ওর একটি করে সিনেমা রিলিজ করা উচিত।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »