Search

এই বিভাগের আরো খবর

রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশপ্রান্তর:

দেশের ৭ জেলা ও আশপাশের এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

রোববার (২৪ মার্চ) রাত ১টা পর্যন্ত নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ওইসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতেও নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে সন্ধ্যায় দেয়া অপর এক আবহাওয়া বার্তায় দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। একই এলাকায় সর্বোচ্চ ৬৫ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড হয়েছে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস যশোর ও মোংলায় রেকর্ড করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »