| দেশ প্রান্তর

Search

এই বিভাগের আরো খবর

নেত্রকোনা জেলাকে জুয়ায় পরিনত করা কে এই রতন কর? পার্ট-১

দেশপ্রান্তর:

যুব সমাজ সহ একেকটি পরিবারকে নেত্রকোনা জেলা সহ আশ পাশের আরো কয়েকটি জেলাকে জুয়া খেলার নেশায় ধংস করে দিচ্ছে। তারা রাতে দিনে বিভিন্ন জায়গায় জুয়ার আসর চালিয়ে। রতন কর নেত্রকোনার বলাই নগুয়া গ্রামের বাসিন্দা। তিনি বহু বছর ধরে নিজ এলাকা সহ জুয়ার বোর্ডের সাথে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী। নেত্রকোনা জেলায় জুয়ারি রতন মালিক বলে পরিচিত। জিয়া পরিচয় পরের পর্বে। কিছুদিন পরপর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে একেক বাড়ী ভাড়া বসায় জুয়ার বোর্ড। দালালদের মাধ্যমে আনা নেওয়া হয় নতুন পুরাতন খেলোয়াড়। এতে একেকটি পরিবার হারাচ্ছে লাখ লাখ টাকা ভাংছে সংসার হচ্ছে ঋণগ্রস্ত।

নেত্রকোণা জেলার মদন থেকে নাম প্রকাশে অনিচ্ছুক জানান উপজেলার নজরুল মেম্বার এর বাড়ি কাইটেল বাজার সংলগ্ন জিয়া’র নেতৃত্বে জুয়ারী রতন নাগের পরিচালনায় রাত থেকে ভোর পর্যন্ত লক্ষ লক্ষ টাকার ওয়ানটেন জুয়া খেলা চালাচ্ছে। সাথে রয়েছে মাদক শেষ করে দিচ্ছে সমাজ। সমাজকে ধংশের দিকে ঠেলে এই জুয়ারী রতন কর ও জিয়া। এই অবস্থা চলতে থাকলে এলাকায় বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে এলাকাবাসী ধারণা করছেন। অনতিবিলম্বে এই অবৈধ জুয়া খেলা বন্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য মদন উপজেলা প্রশাসনের কাছে জোড় দাবী জানাচ্ছে এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির সাথে আলোচনা করে জানা যায় যে, জুয়ারীরা এতোই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে মুখ খুললে প্রাণ নাশের ঝুঁকি‌ রয়েছে। বেআইনী এই জুয়া খেলোয়াড়দের খুঁটির জোর কোথায়? তা নিয়ে এলাকার সাধারণ মানুষের মনে এক বিরাট প্রশ্ন।

পার্ট-২ আসছে…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »