Search

এই বিভাগের আরো খবর

ঢামেক হাসপাতালে কারাবন্দি হাজতির মৃত্যু

দেশপ্রান্তর:

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. নাদিম (৩০) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী মো. রাশেদসহ কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে তাকে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, তিনি ৩২৮ ও ৪১১ ধারার মামলায় বন্দি ছিলেন। তার বাসা ঢাকার মুগদার খ্রিস্টান গলিতে। তার বাবার নাম মো. জব্বার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »