Search

এই বিভাগের আরো খবর

শাহরুখের সঙ্গে ফের জুটি বাঁধছেন আলিয়া!

দেশপ্রান্তর:

‘ডিয়ার জিন্দেগি’ নামে একটি সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন শাহরুখ খান ও আলিয়া ভাট। সিনেমাটি ব্যবসা সফলও হয়েছিল। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তারা। এবার একটি স্পাই ঘরানার সিনেমায় দেখা যাবে তাদের। তৈরি হবে আদিত্য চোপড়ার যশরাশ ফিল্মস থেকে। এ প্রযোজনা সংস্থার স্পাই ইউনিভার্সের এখনো পর্যন্ত সেরা সিনেমা ‘পাঠান’।

এর পর ‘জওয়ান’। দুটিরই ত্রাণকর্তা শাহরুখ খান। তাই তাকে নিয়েই তৃতীয়বার মিশনে নামছেন আদিত্য। জানা গেছে, সিনেমায় আলিয়া ভাটকে শাহরুখ খানের আশ্রিতা হিসাবে দেখা যাবে। যদিও সিনেমাটির মূল ভূমিকা হবে আলিয়ার।

আর শাহরুখ থাকবেন ক্যামিও চরিত্রে। অবশ্য এ সবই গুঞ্জন। এ নিয়ে প্রযোজনা সংস্থা থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। একই প্রযোজনা সংস্থা থেকে চলতি বছর থেকে শুরু হবে সালমা ও শাহরুখকে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার শুটিং। তাই আলিয়ার সিনেমাটির শুটিং কবে হবে সেটা এখনো নিশ্চিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »