Search

এই বিভাগের আরো খবর

পিএসএল: লাহোর শিবিরে দুঃসংবাদ

দেশপ্রান্তর:

পিএসএলে করাচি কিংসের বিপক্ষে গতকাল (শনিবার) ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েছেন লাহোর কালান্দার্সের পেসার হারিস রউফ।

করাচির হয়ে তখন ব্যাট করছিলেন হাসান আলী। লং-অফে তার একটি ক্যাচ নেওয়ার চেষ্টায় মাটিতে পড়ার সময় কাঁধে আঘাত পান রউফ। সেই সময়ই তিনি ব্যথায় মাটিতে গড়াগড়ি দিতে থাকেন। ফলে তার চোট যে কিছুটা গুরুতর সেটি তখনই ধারণা করা গিয়েছিল। ম্যাচ শেষে তাকে দেখা যায় গলার সঙ্গে হাত ব্যান্ডেজ দিয়ে পেছানো অবস্থায়।

পরবর্তীতে সতীর্থ পেসারের ইনজুরি নিয়ে লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানান, ‘হারিস রউফ চোটে পড়েছে। সে আজ (গতকাল) বেশ ভালো বোলিংই করেছে এবং আমি আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে ফিরবে। তবে আমি তার ইঞ্জুরি কতটা গুরুতর সেটি এখনও জানি না, কিন্তু আমরা তার জন্য প্রার্থন করি।’

তবে লাহোরের মেডিক্যাল টিম রউফের ইনজুরি নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট দেয়নি। এই পেসারের কাঁধের স্ক্যান করানোর পর পরবর্তী অবস্থা জানানোর কথা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে চলতি পিএসএলের প্রথম ম্যাচগুলোতে বেশ খরুচে ছিলেন রউফ। তবে সর্বশেষ ম্যাচে গতকাল ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় তিনি এক উইকেট শিকার করেন। যদিও শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ বলে ২ উইকেটে জিতেছে করাচি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »