Search

এই বিভাগের আরো খবর

পুরোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

দেশপ্রান্তর:

অনেকের একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে। অনেক সময় পুরোনো অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে চাই না। তবে চাইলে অ্যাকাউন্টটি একেবারে ডিলিট করে দিয়ে নতুন করে হোয়াটসঅ্যাপ চালু করতে পারবেন। তাহলে আগের অ্যাকাউন্টে আর কেউ হোয়াটসঅ্যাপে খুঁজে পাবে না। তবে ডিলিট করার আগে অবশ্যই ফোন থেকে চ্যাট ব্যাকআপ ডেটা ডিলিট করে দিতে হবে।

প্রথমে ফোনে ফাইল ম্যানেজার চালু করতে হবে।
তারপর সেখানে হোয়াটসঅ্যাপ ফোল্ডার খুঁজে তার উপর ক্লিক করুন।
হোয়াটসঅ্যাপের সাব-ফোল্ডারের একটা লম্বা তালিকা দেখতে পাবেন।
এরপর ডেটাবেস ফাইল ট্যাপ করে অল্প সময় হোল্ড করুন। তাহলেই ডিলিট অপশন আসবে।
এবার ডিলিট করে দিন সমস্ত ব্যাকআপ।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে ডিলিট করবেন

হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপ ডিলিট করার পর করতে হবে মূল কাজ। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এরপর টপ মোর অপশনসে (Tap More options) ক্লিক করতে হবে। সেখানে সেটিংস অপশনটি দেখতে পাবেন। এবার সেখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। তারপরে ডিলিট মাই অ্যাকাউন্ট (Delete my account) এ ক্লিক করলেই আপনার কাজ শেষ।

এই পদ্ধতিতে অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। এত গেল অ্যান্ড্রয়েড ফোনের কথা। এবার আসা যাক আইওএসে। কীভাবে আইওএস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন, তা দেখে নিন। প্রথমে আপনার আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।

তারপরে সেটিংস অপশনে ক্লিক করুন। এবার অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলেই দেখতে পাবেন ডিলিট মাই অ্যাকাউন্ট (Delete My Account)। তাতে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »